logo ১৪ মে ২০২৫
ইসলামিক ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৫ ১০:৫৫:০১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ইসলামিক ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৬৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২.৯৮ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৭০ টাকা।


২০১৩ সালে ইসলামিক ফাইন্যান্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।


(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএন)