ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৫ ১১:৪০:৩৬

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
রবিবার বেলা ১১টা ৩০মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির দাম। লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএন)