logo ১৪ মে ২০২৫
ফের দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৫ ১৫:৫৮:৫১
image

ঢাকা: দুই দিন ঊর্ধ্বমুখী থাকার পর ফের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৮.৭৯ পয়েন্টের। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫০৯.২৮ পয়েন্টে। রবিবার প্রায় একই পরিমাণ সূচক বেড়েছিল।


এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। রবিবার প্রায় ৪০০ কোটি টাকার মতো লেনদেন হলেও রবিবার দিনশেষে তা হয়েছে ৩১৪ কোটি ৯৩ লাখ টাকা। আগের দুই দিন সূচক ও লেনদেনে যে উন্নতি হয়েছিল সোমবারের লেনদেনে তার ছন্দপতন ঘটেছে।


লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানিরই শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।


লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। দিনশেষে কোম্পানিটির ২৮ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকার। ১৬ কোটি ৩৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস।


লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, মবিল যমুনা, ফার্মা এইড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ারফার্মা, এসিআই ফরমুলেশন্স।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ৬৭.৩৪ পয়েন্ট কমে দিনশেষে ৮৪০১.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।


(ঢাকাটাইমস/৩০মার্চ/জেএস)