কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৫ ১২:২৮:২৬
ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ৮৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টি কোম্পানির। আর দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৬ পয়েন্টে।
লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
(ঢাকাটাইমস/৩০মার্চ/জেএস)