logo ১৪ মে ২০২৫
পুঁজিবাজার উন্নয়নে নতুন ফোরাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ মার্চ, ২০১৫ ১৫:১৩:৪১
image

ঢাকা: অর্থ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট ছয়টি সংগঠনের সমন্বয়ে একটি অভিন্ন ফোরাম গঠিত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএস)।


আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাকক্ষে অনুষ্ঠিত ছয় সংগঠনের এক সমন্বয় সভা থেকে নতুন এই ফোরাম গঠনের ঘোষণা দেয়া হয়।


সমন্বিত সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসইর ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও দ্য অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড (এএএমসিএমএফ)।


সভায় ডিএসসির ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আহসানুল ইসলাম টিটো জানান, নবগঠিত ফোরামটি প্রাথমিকভাবে শেয়ারবাজারের উন্নয়ন ও গতিশীলতার জন্য কাজ করবে। 


পরবর্তী সময়ে এই ফোরাম সামগ্রিক অর্থনীতির বিকাশে সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


(ঢাকাটাইমস/৩০মার্চ/জেবি)