কারণ ছাড়াই বাড়ছে ফার্মা এইডসের দর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মার্চ, ২০১৫ ১১:০১:০৪
ঢাকা: অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কারণ জানতে চাইলে এমনটাই জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৫ কার্যদিবসের মাত্র একদিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ২৫৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৩০১ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪৫ টাকা বা ১৭ দশমিক ৫৩ শতাংশ।
আর এ কারণেই কোম্পানির কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এমএন)