পুঁজিবাজারে ধুঁকছে মিউচুয়াল ফান্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৫ ০০:৩২:৩২

ঢাকা: দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় আছে মিউচুয়াল ফান্ডগুলো। এতে বিনিয়োগ করে পুঁজি হারিয়ে হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
আর বাজার পর্যবেক্ষকরা বলছেন, মিউচুয়াল ফান্ডের টাকা অন্য ব্যবসায় ব্যবহারের মত বড় ধরনের অনিয়ম ডুবিয়েছে পুঁজিবাজারের সম্ভাবনাময় এ খাতকে। তাদের মতে এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাকে যেমন কঠোর হতে হবে, তেমনি সচেতন হতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও।
পুঁজিবাজারের তথ্য পর্যালোচনার জ্ঞান কম, কিংবা ঝুঁকির মাত্রা সহনীয় রেখে মোটামুটি মুনাফা পেতে চান, মনে করা হয় এমন বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ড আকর্ষণীয় খাত।
কিন্তু দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড কতটা ইতিবাচক ভূমিকা রাখছে তা এখন ভাবনার খোরাক হয়েছে। কেননা পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০ টি মিউচুয়াল ফান্ডের বেশিরভাগই লেনদেন হচ্ছে অভিহিত মূল্যের নীচে।
পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখার কথা যে খাতের, তার দুরবস্থার জন্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর দক্ষ পেশাদারিত্ব এবং জবাবদিহিতার অভাবকে সামনে আনছেন পর্যবেক্ষকরা।
এদিকে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের তত্বাবধানে বিশেষ একধরনের মিউচুয়াল ফান্ড আসতে যাচ্ছে বাজারে। যে ফান্ডটি ডিএসই সূচকের সঙ্গে যুক্ত থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হবে বলেই আশা কর্তৃপক্ষের।
(ঢাকাটাইমস/২এপ্রিল/এএম)