logo ১২ মে ২০২৫
বিএসআরএম স্টীলের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ১১:২১:৩৯
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টীল ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন চট্টগ্রাম মহানগরীর এস এস খালেদ রোডের দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বিএসআরএম স্টীলের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৬৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫.৩৪ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৮.১৬ টাকা।


(ঢাকাটাইমস/১এপ্রিল/এমএন)