logo ১২ মে ২০২৫
দিনশেষে ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ১৬:০৪:৪৩
image

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করেছে উভয় পুঁজিবাজার। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।


রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।


লেনদেন হয়েছে মোট ৩৯৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।      


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ২৭ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএন)