logo ২৫ মে ২০২৫
সূচক ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ১২:২৫:৩৭
image

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে দিন শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।


বুধবার বেলা ১২টা ১৮মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩১ পয়েন্টে রয়েছে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৯১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১এপ্রিল/এমএন)