আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ১৩:১৫:০৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমস ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরগন ডেনিমসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় অবস্থিত কনভেনশেন সিটি বসুন্ধরা-১ এ হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী আরগন ডেনিমসের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৪৭ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.০২ টাকা।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/এমএন)