প্রথম দিনেই পতনে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ১৫:৩২:১৩

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসেই পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৬৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৮৪ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬১ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ২৭৪ কোটি ৬৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৪ পয়েন্ট কমে ১১ হাজার ২১১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম। লেনদেন হয় মোট ৩৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৭০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/এমএন)