সপ্তাহশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ এপ্রিল, ২০১৫ ০৯:৪৩:১৮

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও সব ধরণের সূচক কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৩৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ৬০৬ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯২৯ টাকা বা ৫০.৯৮ শতাংশ।
গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ১ লাখ ২৯ হাজার ৪৮ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ২৯৭ কোটি ২৩ লাখ ২ হাজার ৮২৭ টাকা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৮২ শতাংশ বা ৩৭ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ০ দশমিক ৬৩ শতাংশ বা ১০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৭৩ শতাংশ বা ৭ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৪৬১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১২৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৩ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৫ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬৮ টাকা।
গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ০৮ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
(ঢাকাটাইমস/৪এপ্রিল/এমএন)