logo ১১ মে ২০২৫
সপ্তাহজুড়ে ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ এপ্রিল, ২০১৫ ১৫:০৩:৩১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি গত সপ্তাহে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যমুনা ব্যাংক, বিএসআরএম স্টীল, আর্গন ডেনিমস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।


ফনিক্স ফাইন্যান্স: ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬৪ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ২০ টাকা ৬০ পয়সা।


কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল।


ইউনাইটেড ইন্স্যুরেন্স: ইউনাইটেড ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই কোম্পানির এজিএম আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।


ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির এজিএম আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।


রূপালী ইন্স্যুরেন্স: রূপালী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


অ্যাপেক্স ফুটওয়্যার: অ্যাপেক্স ফুটওয়্যার কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির এজিএম আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।


ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ এবং বাকী ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।


যমুনা ব্যাংক: যমুনা ব্যাংক ১৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ ব্যাংকের এজিএম আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।


আর্গন ডেনিমস: আর্গন ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


বিএসআরএম স্টিল: বিএসআরএম স্টিল ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।


স্ট্যান্ডার্ড ব্যাংক: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।


ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


(ঢাকাটাইমস/৩এপ্রিল/এমএন)