logo ১১ মে ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ১৩:১৬:৪৯
image

ঢাকা: পুজিঁবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে রাজধানীর রমনার ইস্কাটন রোডের পুলিশ কনভেনশন হলে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.১৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৩৪ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৬.১৩ টাকা।


(ঢাকাটাইমস/৫এপ্রিল/এমএন)