logo ১১ মে ২০২৫
ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ১১:৫৩:০২
image

ঢাকা: আগের দুই কার্যদিবসের নিম্নমুখী প্রবণতার রেশ কাটিয়ে উঠেছে দেশের উভয় পুঁজিবাজার। সোমবার ঊর্ধ্বমুখী সূচকে উভয় বাজারে লেনদেন হচ্ছে।


সোমবার বেলা ১১টা ৪৫মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮ পয়েন্টে রয়েছে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৯৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬০৯ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয়েছে ৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৬এপ্রিল/এমএন)