logo ১১ মে ২০২৫
শুরুতে ঊর্ধ্বমুখী শেষে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ১৫:৪৮:৫৫
image

ঢাকা: দিনের শুরুতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু করলেও উভয় পুঁজিবাজারে দিনশেষ হয় নিম্নমুখী প্রবণতায়। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।


সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৬৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৭ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৩১১ কোটি ৬১ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট কমে ১১ হাজার ১৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ৮২ লাখ লাখ টাকা।


(ঢাকাটাইমস/৬এপ্রিল/এমএন)