শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৫ ১২:১৬:৪০

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেনের শুরুতেই মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দশ মিনিটের মধ্যেই সূচক নিম্নমুখী হয়ে যায়। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের কার্যদিবসের পয়েন্টে অবস্থান করে। এরপর টানা নিম্নমুখীতায় বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১০ পয়েন্ট কমে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে যায়। বেলা সোয়া ১১টায় সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৯ পয়েন্ট অবস্থান করে।
এদিকে, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৮২ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে মাত্র ৩০টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই, ইফাদ অটোস, শাশা ডেনিম, এমজেএল, এসিআই ফরমুলেশন, ফার্মা এইড, মোজাফ্ফর হোসেন স্পিনিং, এসপিসিএল ও সাইফ পাওয়ার।
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। বেলা সোয়া ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত রয়েছে ১১টির।
(ঢাকাটাইমস/৭এপ্রিল/জেএস)