মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার বিওতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ১১:৫৩:৫৭
ঢাকা: মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার ৭ এপ্রিল মঙ্গলবার শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩০ মার্চ সম্পন্ন হয়েছে।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এমএন)