সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ১৫:৪০:০৯

ঢাকা: পতনে দিন শুরু হলেও দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী আছে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৪০ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৩০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এমএন)