logo ১১ মে ২০২৫
পতনে চতুর্থ কার্যদিবস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ১১:৪২:৫৯
image

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও পতনের মধ্য দিয়েই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।


বুধবার বেলা ১১টা ৩৩মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৬৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৪ পয়েন্টে রয়েছে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৯৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৮ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট কমে ১১ হাজার ১১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৫ পয়েন্ট কমে ১৩ হাজার ২৩৯ পয়েন্টে রয়েছে।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয়েছে ৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮এপ্রিল/এমএন)