নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৫ ১১:০০:১৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের নিটল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৬১ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ২২ টাকা ৮৫ পয়সা।
এই প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন সকাল ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এমএন)