নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ এপ্রিল, ২০১৫ ১৫:৩৮:২৬

ঢাকা: সপ্তাহের শুরুর দিন নিম্নমুখী সূচকে লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৬৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৫৬ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয়েছে মোট ২৮৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৬৮ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনশেষে সিএসসিএক্স সূচক ৭২ পয়েন্ট কমে ৮ হাজার ১৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০১ পয়েন্ট কমে ১৩ হাজার ২০৭ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমএন)