জাহিনটেক্সের আয় বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১২:০৬:৪৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-১৫ থেকে মার্চ-১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৪ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৭০ পয়সা।
আগের বছরের একই সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছিল ২৯ পয়সা।
অপরদিকে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-১৪ থেকে মার্চ-১৫) অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফার পরিমাণ ৬ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা এবং এ সময়ে শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ১.০৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মোট আয় এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৪ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৬৪ পয়সা।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমএন)