৫০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৫ ১৫:৫০:০২

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরে প্রথমবারের মতো লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালো।
এর আগে ২০১৪ সালের ১৯ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৩২ লাখ টাকা।এরপর আর এতো লেনদেন হয়নি এ বাজারে।
তবে লেনদেন বাড়লেও সূচকে ছিলো মিশ্র প্রবণতা। বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ৬০ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনশেষে সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪০ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমএন)