logo ১০ মে ২০২৫
ঢাকার বাজারে লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রামে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৫ ১১:০৮:২৯
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)কমেছে। তবে উভয় বাজারেই সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।


গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭১০ কোটি ৩ লাখ ১ হাজার ৮৩৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৮১ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৭৩২ টাকার টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন বেড়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ১০৬ টাকা বা ১.৬৯ শতাংশ।


গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৫০ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৩৩৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯৪৬ টাকা।


গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৬৩ শতাংশ বা ২৭ পয়েন্ট বেড়েছে। তবে ডিএস৩০ সূচক কমেছে ০ দশমিক ১৭ শতাংশ বা ২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৪৫ শতাংশ বা ৪ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ৯২৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ১৬০ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৬ কোটি ১৫ লাখ ৪২১ টাকা।


গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ০২ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএন)