সপ্তাহজুড়ে ৮ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৫ ১১:২২:৩৭

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, নর্দাণ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
এবি ব্যাংক: ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। যার পরিমান আগের বছর ছিল ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার।
আইএফআইসি ব্যাংক: আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। যার পরিমান আগের বছরও একই ছিল।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: পপুলার লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।
শাশা ডেনিমস: এ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৯ পয়সা।
নর্দাণ জেনারেল ইন্স্যুরেন্স: নর্দাণ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ০২ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটই নগদ লভ্যাংশ।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএন)