পিই রেশিও বেড়েছে ০.৯৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৫ ১১:৩১:৩৯

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৯৬ শতাংশ বেড়েছে। যা আগের সপ্তাহে কমেছিল কমেছে ১.৬১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছিলো। সপ্তাহশেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.১৫ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৬.০০-এ। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৯৬ শতাংশ বা ০.১৫ পয়েন্ট।
সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৬.৫৭ পয়েন্টে, আর্থিক খাতের ১০.৫৬, প্রকৌশল খাতের ২০.৯৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৬.৫৬, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১৩.৩৮, পাট খাতের ১৯০.০৯, বস্ত্র খাতের ১১.২২, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৫২, সেবা ও আবাসন খাতের ৩৮.৪১, সিমেন্ট খাতের ১৬.১৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৪.৭৪, চামড়া খাতের ২৪.৪৯, সিরামিক খাতের ৩৪.৪১, বীমা খাতের ১৭.৬৫, বিবিধ খাতের ৩৫.৯৮, পেপার ও প্রকাশনা খাতের ১১.২৪, টেলিযোগাযোগ খাতের ২৪.০৬, ভ্রমণ ও অবকাশ খাতের ১৪.০২।
সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৪.৫৬ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ২৫.৭৯, ‘জেড’ ক্যাটাগরির ৫০.৮৭ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ২৬.৭১ পয়েন্টে।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএন)