logo ২৫ আগস্ট ২০২৫
অগ্রণী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১১:১৮:৪৫
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া ২০১৪ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


আগামী ৩০ মে রাজধানির কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশিন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল ১১ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থ বছরের হিসাব অনুযায়ি অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮৪ টাকা, শেয়ার প্রতি সম্পদ মুল্য দাঁড়িয়েছে ১৫.৫৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমান ০.৪৩ টাকা।


(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএন)