logo ১০ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৫ ১২:২৬:৪২
image

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।


ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩৬ পয়েন্টে।


লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬০ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।


(ঢাকাটাইমস/২১এপ্রিল/জেএস)