ঢাকার বাজারে ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৫ ১৫:৫৩:১২

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক ডিএসইএক্স। মঙ্গলবার আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে সূচক ৪ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৪ সালের ১ জানুয়ারি সর্বনিম্ন ৪ হাজার ২৮৬ পয়েন্টে ছিল সূচক। অর্থাৎ ১৫ মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসইর প্রধান সূচকটি।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর অন্য সূচকগুলোও নিমম্নুখী রয়েচে।ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৪৪ পয়েন্টে রয়েছে।
টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ৪৬০ কোটি ২৬ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনশেষে সিএসসিএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে ১০ হাজার ৭৬৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬১ পয়েন্ট কমে ১৩ হাজার ২২৫ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৩৬ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমএন)