logo ১০ মে ২০২৫
শেয়ারবাজারে বড় পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ এপ্রিল, ২০১৫ ১৫:৪৩:৫৫
image

ঢাকা: পতনের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারছে না দেশের দুই শেয়ারবাজার। রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় ধরনের পতনের মুখে পড়েছে উভয় বাজার। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে।


রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে এক হাজার ৫৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট কমে এক হাজার ০৪ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।


লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৫২ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬৬ পয়েন্ট কমে ৭ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১৫ পয়েন্ট কমে ১০ হাজার ২২৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫৮ পয়েন্ট কমে ১২ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম। লেনদেন হয় মোট ৩২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৮১ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এমএন)