logo ১০ মে ২০২৫
৮ বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১১:৪৭:২৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আট বিমা কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হচ্ছে- ফোনিক্স ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স।


ফোনিক্স ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ জুন দুপুর ১২টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১১ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। 


সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ২৫ জুলাই বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৯ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। 


প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ২৫ জুন সকাল ১০টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১১ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। 


গ্লোবাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ১১ জুলাই সকাল ১১টায় রাজধানীর পল্টনের ফারস্ রেস্টুরেন্টে সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১০ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। 


ঢাকা ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ২৫ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৩ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। 


এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ১৬ আগস্ট বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ৩০ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা।


স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ১৬ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৪ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা।


ফেডারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির এজিএম ২৯ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরে বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট ১৮ মে। শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা।


(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএন)