বেক্সিমকো গ্রুপের ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ১২:০১:২০

ঢাকা: বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।এর মধ্যে শাইনপুকুর সিরামিকস এবং বেক্সিমকো সিনথেটিকস লোকসান করায় শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
বেক্সিমকো লিমিটেড: প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন গাজিপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বেক্সিমকোর শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৯.৯৩ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৪.৮১ টাকা।
বেক্সিমকো ফার্মা: প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন গাজিপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.১৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬.৮৭ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৬.০৩ টাকা।
বেক্সিমকো সিনথেটিকস: কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানির পরিচালনা পর্ষদ। আগামী ১৩ জুন গাজীপুরের কাশিমপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেলা দেড়টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বেক্সিমকো সিনথেটিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪.৭২ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৫০ পয়সা।
শাইনপুকুর সিরামিকস: কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানির পরিচালনা পর্ষদ। আগামী ১৩ জুন গাজীপুরের কাশিমপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেলা ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯.০২ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৫.৯৪ টাকা।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমএন)