ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মবিল যমুনা, এসিআই, ইউনাইটেড পাওয়ার, জিবিবি পাওয়ার, মেঘনা সিমেন্ট, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, তুং হাই নিটিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, একটিভ ফাইন, এএফসি এগ্রো, গ্লোবাল হেভি ক্যামিকেল।
মবিল যমুনা: কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে। শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৪০ টাকা।
এসিআই: প্রতিষ্ঠানটি ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। এজিএম আগামী ১১ জুন রাজধানীল বেইলি রোডের অফিসার ক্লাবে আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মে।
কোম্পানিটির সমন্বিত (সাবসিডিয়ারিসহ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.৬৮ টাকা। এদিকে শুধুমাত্র এসিআই কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭.৬৫ টাকা।
ইউনাইটেড পাওয়ার: কোম্পানিটি দুই বছরের জন্য মোট ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এরমধ্যে নগদ ৩০ শতাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। অপরদিকে ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
২০১৩ ও ২০১৪ অর্থবছরের এজিএম ২৪ জুন একই দিনে এয়ার পোর্ট রোডের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
জিবিবি পাওয়ার: কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ৯ জুলাই বগুড়ার সিলিমপুরে অবস্থিত হোটেল নাজ গার্ডেনের কনফারেন্স হলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।
মেঘনা সিমেন্ট: কোম্পনিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ৩০ মে মংলায় কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
কর্ণফুলি ইন্স্যুরেন্স: কোম্পনিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এজিএম আগামী ২৪ জুন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৭ মে।
রেকিট বেনকিজার: কোম্পানিটি ১০০ শতাংশ চূড়ান্ত ও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ নিয়ে কোম্পানিটি মোট ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল। ১২ মে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ২১ জুন।
তুং হাই নিটিংয়: কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুলাই।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।
জেএমআই সিরিঞ্জ: কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।
একটিভ ফাইন: কোম্পানিটি ৬ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাসসহ মোট ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
এএফসি এগ্রো: কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
গ্লোবাল হেভি ক্যামিকেল: কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএন)