logo ১০ মে ২০২৫
কোনো প্রকার লভ্যাংশ দেয়নি ৩ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৫ ১১:৪৯:২০
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো, আরএন স্পিনিং, সোনারগাঁ টেক্সটাইল ও আজিজ পাইপস।


আরএন স্পিনিং: আদালতের নির্দেশের কারণে লভ্যাংশ ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আরএন স্পিনিং এর পরিচালনা পর্ষদ। তবে পর্ষদ নিরীক্ষা ও আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে বোর্ড সভায়।


শেষ হওয়া ৩১ ডিসেম্বর ২০১৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১.৬৫ টাকা। আর ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৩৮ টাকা।


সোনারগাঁও টেক্সটাইল: বস্ত্র খাতের কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৭ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৮ পয়সা।


এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।


আজিজ পাইপস: প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩২ পয়সা। এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।


(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএন)