পতনেই সপ্তাহশেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৫ ১৫:৫০:০০

ঢাকা: সূচকের পতনেই সপ্তাহ শেষ করেছে দেশের উভয় শেয়ারবাজার। তবে আগের দিনের তুলনায় লেনদেনে কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৫৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৩১ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৩১৬ কোটি ১৭ লাখ টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩২ পয়েন্ট কমে ৭ হাজার ৫৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০৩ পয়েন্ট কমে ১০ হাজার ১৬১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১১৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৪২ কোটি ২২ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএন)