logo ১০ মে ২০২৫
সপ্তাহশেষে সূচক ও লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ মে, ২০১৫ ১২:২৯:১৩
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। পাশাপাশি আগের সপ্তাহের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।


সপ্তাহের চার কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৬৩ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৮৪৪ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৬৬ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৩৩৬ টাকার টাকা। এ হিসাবে গত সপ্তাহে ঢাকার বাজারে লেনদেন কমেছে ১ হাজার ০৩ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা বা ৪২.৩৯ শতাংশ।


গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার ২১১ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৪৭৩ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৪৬৭ টাকা।


গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৪৬ শতাংশ বা ১৪৪ পয়েন্ট কমেছে। ডিএস৩০ সূচক কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ বা ৪৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ বা ৩২ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২৫৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।


(ঢাকাটাইমস/২মে/এমএন)