logo ১০ মে ২০২৫
প্রিমিয়ার ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৫ ১৪:১৪:৫১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রিমিয়ার ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ব্যাংকটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে ১ হাজার কোটি টাকায় উন্নীত করার বিষয়টি বৈঠকে অনুমোদিত হয়। তবে মূলধন বাড়ানোর বিষয়টি ইজিএমে সাধারণ শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।


প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৬ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ যথাক্রমে সকাল ১০ টায় ও সাড়ে ১০ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মে।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী ব্যাংকটির (কনসলিডেটেড) শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৮৭ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.৫৬ টাকা।


(ঢাকাটাইমস/৪মে/জেএস)