১৮ মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসইর সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৫ ১৮:৩১:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইক্স চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। সোমবার এক দিনেই সূচকের পতন হয়েছে ৮৭.৫৪ পয়েন্ট। এ পতনের ফলে দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৩৯৫৯.৭৩ পয়েন্টে। গত ১৮ মাসের মধ্যে এটিই ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ৩০ অক্টোবর সর্বনিম্ন ৩৯৪৬ পয়েন্টে ছিল সূচকটি।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের শুরু থেকেই অধিকাংশ কোম্পানির শেয়ারের পতন ঘটতে থাকে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা টানা পতন ঘটে বাজারে। আগের দিনের ৪০৪৭ পয়েন্ট দিযে লেনদেন শুরু হওয়া সূচক সোয়া ১১টায় চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে। আর বেলা সাড়ে ১১টায় তা আরও কমে ৩৯৭৫ পয়েন্টে চলে আসে। এরপর কিছুটা ঘরে দাঁড়ালে সোয়া ১২টার দিকে সূচক চার হাজার পয়েন্টে উঠে আসে। কিন্তু লেনদেনের শেষ দেড় ঘণ্টায় টানা পতন হওয়ায় শেষ পর্যন্ত আগের দিনের তুলনায় ৮৭ পয়েন্ট পতন হয়েছে ডিএসইতে। সূচক পতনের এ হার ২.১৬ শতাংশ।
এদিকে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। আগের দিনের তুলনায় ৫১ কোটি ৮৬ লাখ টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৪৪ লাখ টাকা।
লেনদেনে অংশ নেওয়া ৭১ শতাংশেরও বেশি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।
যথারীতি লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ৩৪ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকা। ১৮ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসিআই।
(ঢাকাটাইমস/৪মে/জেবি)