লভ্যাংশ ঘোষণা করলো লিগ্যাসি ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৫ ১১:৩৭:০৭
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন দুপুর ২টায় গাজীপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৪ মে।
গত অর্থবছরে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৫৭ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.৫০ টাকা এবং শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.১৩ টাকা।
(ঢাকাটাইমস/৬মে/এমএন)