পুঁজিবাজারে বিদেশি মিউচ্যুয়াল ফান্ড উন্মুক্ত: জয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৫ ১১:৫৮:০৫
ঢাকা: বিদেশি বিনোয়োগ বাড়াতে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো বিদেশি মিউচ্যুয়াল ফান্ড উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার সকালে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু -তে দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর।
এসময় তিনি বলেন, সবার হাতে ইন্টারনেট পৌঁছে দেয়া হবে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ খাতের আধুনিকায়ন জরুরি। এজন্য দেশের বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা সংশোধন করা হবে।
দেশকে গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করে তিনি বলেন, জিডিপি’র আকার অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৪৫তম অর্থনীতির দেশ উল্লেখ করে জয় বলেন, আমরা দেশকে গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলতে চাই।
বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে জয় বলেন, ২০০৮ সালে দেশের দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, ২০১৪ সালে এই সংখ্যা ২৬ শতাংশে উন্নীত হয়েছে। স্বাক্ষরতার হার ছিল ৪৯ শতাংশ, আজ তা ৬৫ শতাংশে নিয়ে এসেছে বর্তমান সরকার।
(ঢাকাটাইমস/৭মে/এমএন)