logo ০৯ মে ২০২৫
ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৫ ১৫:৫৬:০৭
image

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ করেছে দেশের উভয় শেয়ারবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।


বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।


লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৩৬৪ কোটি ৮৪ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩০৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ৪৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৪২ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৭মে/এমএন)