logo ০৯ মে ২০২৫
এনসিসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৫ ১১:০৫:৪৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী এনসিসি ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮৬ টাকা (কনসলিডেটেড)। শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭.৮৮ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.১৯ টাকা।


(ঢাকাটাইমস/৭মে/এমএন)