ঊর্ধ্বমুখী সূচকে শেষ দিনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৫ ১১:৩৬:৪০

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফানেডর শেয়ারের দর বেড়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ২০ পয়েন্টে রয়েছে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। এ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, একই সময়ে সিএসসিএক্স সূচক ৮০ পয়েন্ট কমে ৭ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৭০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩৩ পয়েন্ট কমে ১২ হাজার ৭৪৫ পয়েন্টে রয়েছে।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয়েছে ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৭মে/এমএন)