ইসলামী ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৫ ১০:৫৮:০৯
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.০৪ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৪৬ টাকা।
(ঢাকাটাইমস/১০মে/এমএন)