logo ০৯ মে ২০২৫
ব্যপক উত্থানে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৫ ১৫:৫৯:০৮
image

ঢাকা: সপ্তাহের শুরুতে ব্যপক উত্থানে রয়েছে দেশের উভয় শেয়ারবাজারের সূচক।একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবসের ইতিবাচক ধারায় রয়েছে পুঁজিবাজার।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৯টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির দাম।


লেনদেন হয়েছে ৫২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪১৯ কোটি ৩১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৯০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৬টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির দাম। লেনদেন হয় মোট ৪৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১০মে/এমএন)