আইপিডিসির ইপিএস বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মে, ২০১৫ ১১:০৮:৪১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৬ পয়সা।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৪ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
(ঢাকাটাইমস/১০মে/এমএন)