logo ২৩ আগস্ট ২০২৫
ওরিয়ন ফার্মার লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ১১:৩৫:০৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সমাপ্ত বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ২৫ পয়সা। আর নেট আসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৫০ পয়সা।


কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওরিয়ন ফার্মার প্লান্টে অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।


(ঢাকাটাইমস/১৩মে/এমএন)