পাঁচ দিন উত্থানের পর নিম্নমুখী বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ মে, ২০১৫ ১৫:২৪:৫১

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার নিম্নমুখী রয়েছে দেশের উভয় শেয়ারবাজার। আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা কমলেও এ পতনকে মূল্য সংশোধন বলে বিবেচনা করছেন বাজার সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৬২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৩৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার লেনদেন হয়েছিলো ৫৯৬ কোটি ৭১ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। লেনদেন হয় মোট ৪৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১২মে/এমএন)